s alam cement
আক্রান্ত
৫০৮৮৩
সুস্থ
৩৬৯৬৬
মৃত্যু
৫৫২

পাথর বোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল নৈশ প্রহরীর

1

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে মো. খলিল (৩০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।

শনিবার (৮ মে) ভোর ৫টার দিকে চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খলিল চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম দিগরপানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি ভাঙ্গারমুখ এলাকায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে একটি পাথর বোঝাই ট্রাক চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। ট্রাকটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাঙ্গারমুখ এলাকায় পৌঁছলে সড়কে পাশে দাঁড়িয়ে থাকা একটি জিপের (চান্দের গাড়ি) উপর উল্টে পড়ে। এতে নৈশ প্রহরী খলিল গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শরফউদ্দিন বলেন, ‘নৈশপ্রহরী খলিলকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি মারা গেছেন কিনা আমি নিশ্চিত না। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।’

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm