s alam cement
আক্রান্ত
৫১০১৯
সুস্থ
৩৭০৬২
মৃত্যু
৫৫৫

রোলারে পিষ্ট হয়ে প্রাণ গেল এক শ্রমিকের, আরেকজন পা হারিয়ে কাতরাচ্ছেন হাসপাতালে

0

খাগড়াছড়ি সদর সার্কিট হাউস সড়কে পিচ ঢালাইয়ের কাজ করার সময় রোলারে পিষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৮ মে) দুপুরে চালকবিহীন রোলারে দুই শ্রমিক পিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মো. জাফর আলী (৩৮) খাগড়াছড়ি সদর সবুজবাগ এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে। আহত শ্রমিক মাইসছড়ি পাকিজাছড়ি এলাকার মৃত বাছের শেখের ছেলে মো. পর্বত আলী (৪০)। দুজনেরই দেহ থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শ্রমিকরা জানান, রোলারটি চালু অবস্থায় অসাবধানতাবশত চালক নেমে যায়। এসময় সড়কে কাজ করছিল শ্রমিকরা। চালু রোলারে পিষ্ট হয়ে এক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm