পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মো. আরিফ হোসেন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সৈদালী গ্রামের নুরুল হক ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ডোমখালী গ্রামের কোরবান আলী মুন্সি বাড়ির আনোয়ার হোসেনের ছোট ছেলে। আনোয়ার কয়েক বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে সৈদালী এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন।

মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন উল্লাহ বলেন, ‘শনিবার দুপুরে শিশু আরিফের মা বাড়ির পুকুরঘাটে মাছ ধুতে যান। এ সময় আরিফও মায়ের সঙ্গে পুকুর ঘাটে চলে যায়। মা কাজ শেষে ঘরে আসার সময় ছেলেকেও নিয়ে আসেন।’

তিনি আরও বলেন, ‘পরে আবার মায়ের চোখ ফাঁকি দিয়ে পুকর ঘাটে চলে যায় আরিফ। খোঁজাখুঁজি করে না পেয়ে পরে তার মরদেহ পানি ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার আছরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

Yakub Group

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ইশান বলেন, ‘পানিতে ডুবে যাওয়া এক শিশুকে শনিবার দুপুরে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। হাসপাতালে আনলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm