s alam cement
আক্রান্ত
৫৪৮০৭
সুস্থ
৪৬১৯১
মৃত্যু
৬৪২

পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

0

পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইয়াছিন আক্তার মুক্তা (১৪) নামে এক কিশোরী। বৃহস্পতিবার (১৭ জুন) মায়ের সাথে সামান্য বিষয়ে অভিমান করে নিজ ঘরে আত্মহননের পথ বেঁছে নেন মু্ক্তা।
নিহত কিশোরী চট্টগ্রামের কর্ণফুলী থানার আনিছ তালুকদারের বাড়ির ইব্রাহীম খলিলের কন্যা।

এ ব্যাপারে নিহতের ভাই মো জিসানের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ বিছিন্ন করে দেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক শীলাব্রত বড়ুয়া জানান, দুপুর দেড়টার দিকে মুক্তা নামে এক কিশোরীকে গলায় ফাঁস দেওয়ায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষনা করেন। লাশ বর্তমানে মর্গে আছে।

বিএস/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm