পাহাড়তলীতে দখলবাজদের বিরুদ্ধে ফের পুলিশের অ্যাকশন, ৫ মামলা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে রাস্তা দখল করে পার্কিং বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযান চালিয়েছে করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগ। এই সময় বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ ২৭ গাড়ি আটক ও ৫টি মামলা করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) সকালে পাহাড়তলী থানার অলংকার, বিটাক, শফি মোটর্স এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার পেয়ার আহম্মেদ ও ট্রাফিক পরিদর্শক (টিআই প্রশাসন) জাহিদ হোসেন।

s alam president – mobile

অভিযানের সময় ট্রাফিক পরিদর্শক (টিআই প্রশাসন) জাহিদ হোসেন বলেন, ‘বিটাক অলংকার ও শফি মোটরস এলাকায় রাস্তা দখল করে পার্কিং বাণিজ্য ও পরিবহন থেকে চাঁদা আদায় যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে৷ কিছুদিন পরপর আমরা অভিযান পরিচালনা করি৷ কিন্তু একটি সিন্ডিকেট আবারো রাস্তা দখল করে জমিদারি শুরু করে। তাই আবারো শক্ত হাতে অভিযান পরিচালনা করা হয়েছে।’

তিনি বলেন, ’এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। দখলদার যত বড়ই শক্তিশালী হোক ছাড় দেওয়া হবে না।’

জানতে চাইলে সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার তারেক আহম্মেদ বলেন, ‘বিটাক, অলংকার ও শফি মোটরস এলাকায় একটি সিন্ডিকেট রয়েছে, যারা রাস্তা দখল করে অবৈধ ট্রাক বাসস্ট্যান্ড করে নিয়মিত চাঁদা আদায় করছে। তবে আমরাও থেমে নেই। কিছুদিন পরপর আমরাও সেই আস্তানায় হানা দিই।’

Yakub Group

তিনি বলেন, ‘আমার এলাকায় পরিবহন থেকে চাঁদাবাজি ও রাস্তা দখল যেই করুক না কেন, তথ্য পেলে সঙ্গে সঙ্গেই অ্যাকশনে যাব।’

আরএন/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!