s alam cement
আক্রান্ত
৫০২৮০
সুস্থ
৩৬৬২৪
মৃত্যু
৫৩৫

পাহাড়ে গাছে ঝুলছিল সিএনজি অটোরিকশা চালকের লাশ

0

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি পাহাড় থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ রাজু (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ মে) বেলা ১১টার দিকে পৌরসভাধীন মহাদেবপুর এলাকার একটি পাহাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ রাজু একই এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র।

স্থানীয়রা জানান, পিতার মৃত্যুর পর দীর্ঘ প্রায় ১০ বছর সিএনজি অটোরিকশা চালিয়ে অসুস্থ মা ও ছোট দুই ভাইকে নিয়ে বসবাস করছিলেন মোহাম্মদ রাজু। শনিবার রাত ১১টার দিকে ভাত খেয়ে ঘর থেকে বের হয়ে রাতে আর ফেরেননি ঘরে। সকাল দশটার দিকে স্থানীয় কয়েকজন শিশু পাহাড়ে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। বিষযটি জানার পর এলাকাবাসী স্থানীয় কাউন্সিলর ও থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক বলেন, কি কারণে রাজু আত্মহত্যা করেছে এ বিষয়ে এখনও জানা যায়নি।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm