পাহাড়তলীতে দুই গাড়ির সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৩

0

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর রাসমনিঘাট এলাকার টোল রোডে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে টোল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ নাসির(৪০)। তিনি সীতাকুণ্ডের ফকিরবাড়ির বাশবাড়িয়া এলাকার আব্দুর রবের ছেলে।

এছাড়া ইসমাইল হোসেন (৬৫) নামের একই এলাকার এক ইউপি সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে বাকি দু’জনের পরিচয় জানা যায়নি। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

Yakub Group

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘টোল রোডে প্রাইভেটকারের সঙ্গে কাভার্ডভ্যানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm