s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

পিতা-পুত্র মিলে মহেশখালীতে মরা মহিষের মাংস বিক্রি

0

মরা মহিষের মাংস বিক্রি করার অভিযোগে কক্সবাজারের কক্সবাজারের মহেশখালীতে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার বড় মহেশখালীর নতুন বাজার থেকে তাদের আটক করা হয়। মৃত মহিষের মাংস উদ্ধার ক‌রে পুঁতে ফেলা হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, কুতুবজোম তাজিয়াকাটা এলাকার নুর হাসেম (৬০) ও তার পুত্র মনজুর আহমদ (৩৮)। তারা সম্পর্কে পিতা-পুত্র। দীর্ঘদিন ধরে কসাইয়ের কাজ করে আসছিলেন তারা।

ম‌হি‌ষের মা‌লিক আলী আকবর জানান, আজ (মঙ্গলবার) ভোরে তার পালিত এক‌টি ম‌হিষ মারা যায়। ম‌হিষ‌টি পুঁতে ফেলার জন্য মে‌য়ের জামাই আবদুল গফুর‌কে দা‌য়ি‌ত্বে দেন শ্বশুর। কিন্তু গফুর সেটি মাটিতে না পুঁতে স্থানীয় মনজুর আহমদ‌কে ২০ হাজার টাকার বিনিময়ে মরা ম‌হিষ‌টি বিক্রি ক‌রে দেন। এরপর মনজুর ও তার পিতা মিলে নতুন বাজারে মাংস বিক্রি করছিল তারা।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার পরিদর্শক মনিষ সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মাংস বিক্রিকালে দুইজনকে আটক করেছে।

ওসি আবদুল হাই বলেন, আটকদের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মাংসগুলো পুঁতে ফেলা হয়েছে।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm