পুকুরে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু

শাহাদাত হোসেন সামির ও মো. আল ফয়েজ মিশকাত পরস্পর বন্ধু। স্কুলে যাওয়া, খেলাধুলা থেকে শুরু করে সব কিছুই একসঙ্গে করতো তারা। দু’জন পৃথিবী থেকেও একসঙ্গে বিদায় নেমে, কেউ হয়তো কল্পনাও করেনি।পুকুরে গোসল করতে নেমে দুই বন্ধু ডুবে মারা গেছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অল্যার বাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন সামির (১১) ওই এলাকার স্বপন মিয়ার ছেলে ও স্থানীয় দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং মো. আল ফয়েজ মিশকাত (১১) একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে ও সাহারবিল সরকারি প্রাথমকি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

অল্যার বাপের পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের জানান, শনিবার দুপুর ১২টার দিকে দুই শিশু মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে জোহরের আযান হলে মুসল্লিরা অযু করতে পুকুরে যায়। পুকুরের ঘাটে কাপড় দেখা গেলেও কাউকে দেখতে না পেয়ে তাদের সন্দেহ হয়। পরে ডুবন্ত অবস্থায় সামিরের মাথা দেখতে পায় মুসল্লিরা। এসময় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে আরও অপর শিশুর সন্ধান না পাওয়ায় পুকুরে জাল ফেললে মিশকাতের লাশ উদ্ধার করা হয়।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ফারহানা আফরিন মুন্না জানান, সামিরের মা-বাবা দুইজনই চট্টগ্রামে একটি গার্মেন্টে চাকরি করেন। সে সুবাদে নানির কাছে থেকে সে মাদ্রাসায় পড়ালেখা করতো। নানিকেই সে মা সম্মোধন করতো। তাদের মা-বাবাকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারে চলছে আহাজারী। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের অনুমতিক্রমে দুই শিশুর দাফনের ব্যবস্থা করা হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm