হালিশহরের গাউসিয়া সুইটসের কেক ও দইয়ে মেয়াদ নেই, অর্থদণ্ড ৬০ হাজার

চট্টগ্রামের হালিশহরের ‘গাউসিয়া সুইটসে’ মেয়াদহীন কেক ও দই পাওয়া গেছে। এছাড়া মেয়াদহীন এসব দইয়ের গায়ে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে বিক্রি করছিল তারা। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও পাঁচ প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩ অক্টোবর) নগরীর হালিশহর থানার ফইল্যাতলী বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন ভোক্ত অধিকার চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ কেক, মেয়াদোত্তীর্ণ দইয়ের গায়ে নতুন মেয়াদযুক্ত স্টিকার লাগনো ছিল। এছাড়া ক্রয় ভাউচার ছিল না গাউসিয়া সুইটস নামের প্রতিষ্ঠানটির। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গাউসিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারিকে ৫ হাজার, আজাদ পোল্ট্রি হাউসকে ওজনে কারচুপির জন্য ৬ হাজার টাকা, ফারুক পোল্ট্রি অ্যান্ড সেলস সেন্টারকে ৩ হাজার টাকা, আবুল হোসেনের মাংসের দোকানকে ২ হাজার টাকা এবং তাইফা পোল্ট্রি অ্যান্ড সেল সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ক্রয় ভাউচার না থাকাসহ বিভিন্ন অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm