চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইদ্রিচ চেয়ারম্যানের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল করীম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘লাশের শরীরে কোন ধরণের আঘাত নেই। তবে কেউ মেরে লাশ ফেলে গেছে কি-না সেটিও আমরা খতিয়ে দেখছি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে বিস্তারিত বলতে পারবো।’
বোয়ালখালী থানার এসআই মোস্তফা কামাল বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুকুর থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের বয়স ৩৫ বছর হতে পারে। মহিলাটির হাতে শাখা ছিল। পরনে নীল রংয়ের সেলোয়ার কামিজ ছিল। তাই প্রাথমিকভাবে তিনি সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করছি আমরা। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
এএস/এমএফও
Thanks for information,ভারতীয় Corona virus ধরন ছয় জনের দেহে শনাক্ত