করোনায় আক্রান্ত হয়ে পেটে বাচ্চা নিয়েই মারা গেলেন চট্টগ্রামের নারী চিকিৎসক ডা. মীর দিনার জেবিন। মৃত্যুর আগে চিকিৎসকরা চেষ্টা করেও বাঁচাতে পারেননি ৩৫ বছর বয়সী ওই ডাক্তারের গর্ভের সন্তানটিকে।
শুক্রবার (২৫ জুন) ভোরে চট্টগ্রামের নারী চিকিৎসক ডা. দিনার জেবিন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, দুই সপ্তাহ আগে ডা. জেবিনের করোনা শনাক্ত হলে তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুন) ভোরে তার মৃত্যু হয়।
জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ফায়ার ব্রিগেডের সামনে মীর বাড়ি প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দিনার জেবিনকে।
ডা. দিনার জেবিন রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।
চট্টগ্রামের এই নারী চিকিৎসকসহ করোনায় আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে কিংবা ভাইরাস পরবর্তী জটিলতায় এ পর্যন্ত মারা গেলেন ২১০ জন ডাক্তার।
সিপি