প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নাছির উদ্দিন আর নেই

0

বিশিষ্ট শিল্পপতি ও প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নাছির উদ্দীন মারা গেছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত দেড়মাস ধরে ব্যাংককের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ আগামী বুধবার (২ মার্চ) সকালে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে।

ওইদিন সকাল সাড়ে ৯টায় মিনিটে চট্টগ্রাম ইপিজেড এলাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন বাদ জোহর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নাছির উদ্দিন সীতাকুণ্ডের প্রয়াত সাংসদ আওয়ামী লীগ নেতা আবুল কাসেম মাস্টারের ছোট ভাই।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm