সোনাকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান নূর আহমদ আর নেই

0

চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী মারা গেছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল নয়টায় চট্টগ্রাম নগরীর ইমপেরিয়াল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ ব্ছর।

নূর আহমদ চৌধুরী সোনাকানিয়া ইউনিয়ন থেকে ২০১১ সাল ও ২০১৬ সালে পর পর দুবার চেয়ারম্যান পদে নির্বাচিত হন। জনপ্রতিনিধিত্বের পাশাপাশি তিনি তার বড় ছেলের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা, গরিব দুস্থ পরিবারে গভীর নলকূপ স্থাপনসহ অসংখ্য সামাজিক অবদান রেখেছেন।

সোমবার বিকালে সোনাকানিয়ার মির্জাখীলের আলিফ লাম মিম জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm