s alam cement
আক্রান্ত
৫১০৯৩
সুস্থ
৩৭১৬৮
মৃত্যু
৫৬৩

প্রতিদিন চবি শিক্ষকের ইফতার পাচ্ছেন ২০০ রোজাদার

0

রমজান উপলক্ষে প্রতিদিন ২০০ জন গরিব ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রেজাউল করিম।

পবিত্র রমজানের শুরু থেকে সামাজিক সংগঠন ‘এসো মানুষের জন্য কিছু করি’ সংগঠনের আয়োজনে প্রতিদিন নগরীর মুরাদপুর ও মোহাম্মদপুর এলাকায় এই ইফতার বিতরণ করা হয়। যা শেষ রোজা পর্যন্ত অব্যাহত থাকবে। এর পাশাপাশি অসহায় মানুষদের মাঝে সেহেরিও বিতরণ করা হয়েছে বেশ কিছুদিন।

এ বিষয়ে রেজাউল করিম বলেন, দেশে করোনা মহামারি এবং পাশাপাশি লকডাউন চলছে, তাই আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের নির্দেশে অসহায় মানুষের অবস্থা শোচনীয় হওয়ায় তাদের পাশে দাঁড়ালাম। প্রত্যেক সামর্থ্যবান মানুষ পাশে দাঁড়ালে অসহায় মানুষের আর সমস্যা হবে না।

প্রসঙ্গত, গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল উদ্যমী শিক্ষার্থীদের নিয়ে রেজাউল করিম গড়ে তুলেন ‘এসো মানুষের জন্য কিছু করি’ নামের একটি সংগঠন। এই সংগঠনের উদ্যোগে তিনি নানা রকম কার্যক্রম পরিচালনা করেন। যা সর্বমহলে প্রশংসা পেয়েছে।

এর মধ্যে ছিল করোনায় টিউশন হারিয়ে বিপাকে পড়া চবি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, চট্টগ্রামে প্রতিষ্ঠিত দেশের প্রথম অস্থায়ী ৬০ শয্যার ‘ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়ার কাছে অনুদানের চেক হস্তান্তর, তীব্র শীতে যখন পথের ধারে মানুষগুলো কাঁপছিলো তখন পথে পথে ঘুরে অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ, নিম্ন আয়ের মানুষদের সহায়তা প্রদান, ঈদে চবি শিক্ষার্থীদের বাসায় ঈদ উপহার পৌঁছে দেওয়াসহ আরো অনেক কার্যক্রম।

এমআইটি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm