s alam cement
আক্রান্ত
৫১৩৯০
সুস্থ
৩৭২৭৭
মৃত্যু
৫৬৮

হাটহাজারীতে অবৈধ করাত কল বন্ধ করে দিয়েছে প্রশাসন

0

হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকায় অবৈধভাবে গড়ে উঠা একটি স মিল (করাত কল) বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ সময় জব্দ করা হয় করাতকলটির যন্ত্রাংশ। সোমবার (১০ মে) সকালে উপজেলা সহকারী ক‌মিশনার, ভূ‌মি ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট মো. শরিফ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

জানা গেছে, কাটিরহাটের মাহবুব সমিল নামে ওই করাত কলটিতে দিনে ও রাতের আঁধারে আশপাশের পাহাড় ও বন উজাড় করে গাছ কেটে টুকরো করে বিক্রি করা হত৷ অবৈধ এই করাতকলের বিরুদ্ধে এলাকার মানুষ বিভিন্ন সময় অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। অবশেষে চট্টগ্রাম উত্তর বন‌ বিভা‌গের টাস্ক‌ফোর্সের অভিযানে বন্ধ ক‌রে দেয়া হ‌লো অবৈধ করাতকলটি।

করাত কলটি বন্ধ করে দেয়ার অভিযানে আরও উপস্থিত ছিলেন, হাটহাজারী রে‌ঞ্জ এর বিট কর্মকর্তা (মন্দা‌কি‌নি) মো. ফজলুল কা‌দের চৌধুরী। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাটিরহাটের অবৈধ করাত কলটিতে অভিযান চালিয়ে করাত কলটি বন্ধ করে যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সিএম/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm