‘প্রথমবার’ চট্টগ্রামে আসছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন।

বুধবার (১৪ মে) নিজ জন্মভূমিতে দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সফরকালে ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি বাথুয়াও পরিদর্শন করবেন।

চট্টগ্রামে পৌঁছানোর পর ড. ইউনূস প্রথমে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাবেন। সেখানে এনসিটি-৫ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় অংশ নেবেন তিনি। সভায় বন্দর কর্তৃপক্ষ, জাহাজ চলাচল ও পণ্য পরিবহন খাতের শীর্ষ কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠন এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা।

পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এ সেতু বোয়ালখালী, পটিয়ার একাংশসহ দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষের স্বপ্নের প্রতীক হিসেবে বিবেচিত।

এছাড়া নগরীর জলাবদ্ধতা সমস্যা এবং অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত সড়কের যানজট পরিস্থিতি সম্পর্কে ড. ইউনূসকে বিফ্র করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সফরের শেষ পর্যায়ে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জন্য নির্ধারিত জমির কাগজপত্র প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm