s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

প্লাস্টিকের বস্তায় মিনি ট্রাকে আসছিল গাঁজা, ধরা র‌্যাবের হাতে

0

কুমিল্লা থেকে চট্টগ্রামে আসছিল এক মণ গাঁজা। ছিল প্লাস্টিকের বস্তার ভেতর, আসছিল মিনি ট্রাকে করে। তবে চট্টগ্রাম শহরে পৌঁছার আগেই ধরা পড়তে হলো র‌্যাবের হাতে।

চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বিএম গেইট সংলগ্ন শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে চেকপোস্ট বসিয়ে এক মণ গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৭, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। র‌্যাব জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ী মিনি ট্রাক যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে আসছে।

এতে অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (২৮), শহীদ আফ্রিদিকে (২১), মিনি ট্রাকসহ আটক করে। উক্ত ট্রাক থেকে ২টি প্লাস্টিকের বস্তার ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ মিনি ট্রাকটি জব্দ করে র‌্যাব।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা বলে নিশ্চিত করেছে র‌্যাব।

এএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm