s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, বৃষ্টিপাতের আভাস

0

বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও বেশি শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি আঘাত হানতে পারে শনিবার (৪ ডিসেম্বর) রাতেই । এই ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত না করলেও দেশের বেশ কয়েকটি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিপাত হতে পারে।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ-ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের পূর্ভাবাস হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়লা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব ও উত্তর-পূর্ব দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে ওইসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের আশপাশে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়। তাদেরকে গভীর সাগরে বিচরণ না করারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বঙ্গোপসাগর সৃষ্ট ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটাফ, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবেই উত্তাল রয়েছে।

মুআ/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm