ফেসবুকে আকুতি জানিয়ে নিজেই পানিতে তলিয়ে গেলেন ছাত্রলীগ নেতা

মৃত্যুর ১৭ ঘন্টা আগে আকুতি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন— ‘অতি দ্রুত সময়ের ভিতর লোহাগাড়ার স্কুল-কলেজ ভবনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেন। বন্যার অবস্থা খুব খারাপ।’ এর মাত্র কয়েক ঘন্টার পর সোমবার (৭ আগস্ট) রাত দুইটার দিকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাওয়ার পথে বন্যার পানির স্রোতে তলিয়ে যান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুনায়েদুল ইসলাম জারিফ। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে স্থানীয় একটি পুকুরপাড় থেকে।

জারিফ চট্টগ্রামের বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। এছাড়াও মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ নামে একটি সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য হোছাইন মুহাম্মদ শারপু বলেন, ‘বাবাসহ নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাওয়ার পথে জারিফ পানির স্রোতে ভেসে যায়। আজ (মঙ্গলবার) দুপুরে পানি কমার পর স্থানীয় একটি পুকুর পাড়ে গাছের সঙ্গে আটকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।’

সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতির সম্ভাবনার কথা বারেবারেই ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছিলেন জুনায়েদুল ইসলাম জারিফ। যেকোনো পরিস্থিতিতে সহযোগিতার আশ্বাস দিয়ে নিজের ফোন নম্বরটিও সেই পোস্টে যোগ করে দিয়েছিলেন তিনি।

এমন এক ফেসবুক পোস্টে জারিফ লিখেছিলেন, ‘অতি বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরী এবং গাছপালা ভেঙে ঘর বাড়ির উপর আঘাত সহ বন্যা হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। এমতাবস্থায় করণীয়ঃ
১। সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে এবং ঝুঁকিপূর্ণ জায়গায় অবস্থান করা যাবে না।
২। পানি নিষ্কাশনে কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
৩। আপনার ছোট ছোট ছেলে-মেয়েদের প্রতি খেয়াল রাখুন।
৪। প্রয়োজনে নিরাপদ স্থানে সরে আসুন (যেমন পাশ্ববর্তী স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি)।
৫। সাহায্যের জন্য সরকারি জরুরি সেবা যোগাযোগ করুন – 999/333
সর্বোপরি যেই কোন প্রযোজ্য ক্ষেত্রে সাহায্যের জন্য আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ আপনাদের পাশে থাকবে।’

সহযোগিতায় পাশে থাকার সংকল্প জানিয়ে বন্যার পানির স্রোতে নিজেই তলিয়ে গেলেন পরোপকারী জারিফ। সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতির কথা জানিয়ে ইউপি সদস্য হোছাইন মুহাম্মদ শারপু বলেন, ‘আমার ওয়ার্ডে দুইটা স্কুল। এগুলোও তলিয়ে গেছে। আমরা রাতভর উদ্ধার ততপরতা চালাচ্ছি। কিন্তু পানির যে স্রোত। অনেক মানুষই এই স্রোতে পথ হারিয়েছে। আবার সাঁতরে বা কোনভাবে রক্ষা পেয়েছে। জারিফ পারলো না। এমন আরও কেউ আছে কিনা সেটা এখন বলা মুশকিল।’

Yakub Group

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!