চট্টগ্রামে ডেঙ্গু কেড়ে নিয়েছে আরও দুই যুবকের প্রাণ। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন৷ গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে১২৯ জন।
মৃত দুই যুবক হলেন মো. জুয়েল (২৬) ও মো. হুমায়ুন কবির (৬৫)। জুয়েল নগরীর কোতোয়ালী এলাকার বাসিন্দা। তিনি ডেঙ্গু উপসর্গ নিয়ে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। বুধবার সকালে তার মৃত্যু হয়।
এছাড়া হুমায়ুন কবিরের বাড়ি রাউজান উপজেলায়। গত ৫ আগস্ট তাকে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৯ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, নতুন আক্রান্তদের ৭৯ জন সরকারি ও ৫০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৯৪ জন।
এর মধ্যে আগস্টের ১০ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জন, মারা গেছে ৫ জন।
আইএমই/ডিজে