বঙ্গবন্ধু শিল্পনগরে ১০ হাজার গাছের চারা দিল ডায়মন্ড সিমেন্ট

চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগরে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সৌজন্যে ১০ হাজার গাছের চারা লাগানো কার্যক্রম হাতে নিয়েছেন বেপজা কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু শিল্পনগরে ১০ হাজার গাছের চারা দিল ডায়মন্ড সিমেন্ট 1

বুধবার (২৬ জুলাই) মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগরের বেপজার প্রধান ফটকে গাছের চারা রোপণ করে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বেপজা অর্থনৈতিক অঞ্চল মিরসরাইয়ের প্রকল্প পরিচালক মো: এনামুল হক, প্রকল্প ব্যবস্থাপনা উপদেষ্টা মো: হাফিজুর রহমান, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী, চট্টগ্রাম জোনের হেড অফ সেলস মো. আব্দুর রহিম, কর্পোরেট সেলসের এজিএম দিপ্তীমান দাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেপজা অর্থনৈতিক অঞ্চল মিরসরাইয়ের অতিরিক্ত নির্বাহী পরিচালক(প্রশাসন) এবিএম শহীদুল ইসলাম, অতিরিক্ত নির্বাহী পরিচালক(কমার্শিয়াল অপারেশন) শিবু রঞ্জন দাস, উর্ধতন নির্বাহী প্রকৌশলী মো. কায়ছার রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মোশারফ হোসেন, উপ-পরিচালক মাসুদ পারভেজ, শাহজালাল এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার ঠিকাদার মোহাম্মদ মহসিন, ডায়মন্ড সিমেন্টের ব্র‍্যান্ড এন্ড কমিউনিকেশন ম্যানেজার মো. আমান উল্লাহ চৌধুরী, কর্পোরেট সেলসের সিনিয়র এক্সিকিউটিভ সুজিত পাটোয়ারী ও শাহনুর সানীসহ অন্যান্য কর্মকর্তারা।

এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর একটি পরিকল্পিত শিল্পাঞ্চল। শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি পরিকল্পিত ভাবে বৃক্ষরোপণ করা হলে পরিবেশের সুরক্ষাও নিশ্চিত হবে। বৃক্ষরোপণের ফলে জীববৈচিত্র রক্ষার পাশাপাশি ভূমির ক্ষয়রোধ পাবে এবং প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!