চট্টগ্রামে ডেঙ্গুতে ৯ বছরের এক শিশু মারা গেছেন। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১১১ জন।
মৃত শিশুর নাম মো. ইমরান। তার বাড়ি কক্সবাজারের উখিয়ায়।
বুধবার (২৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৩ জুলাই চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে জ্বর নিয়ে ভর্তি হয় ইমরান। পরে ডেঙ্গু টেস্ট করালে পজিটিভ হয়। রক্তে প্লাটিলেট কমে গিয়ে শক সিনড্রোমে মারা যায় সে।
প্রতিবেদনে জানানো হয়, নতুন আক্রান্ত ১১১ জনের মধ্যে ৮৮ জন সরকারি হাসপাতালে এবং ২৩ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫২ জন। এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮৭ জুন। তবে এখনও চিকিৎসাধীন আছেন ২৭৩ জন, হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২ হাজার ৭৯ জন। এছাড়া এখনও পর্যন্ত মারা গেছেন ২৪ জন।
আইএমই/ডিজে