s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

বজ্রপাতে আনোয়ারায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

0

বজ্রপাতে চট্টগ্রামের আনোয়ারায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) ভোররাত ৪টার দিকে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের ধানক্ষেতের মাঝের সড়ক থেকে দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

নিহত দুজন হলেন, বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের মো. ইলিয়াছ (৪০) ও মো. আবুল কাশেম (৩৮)। কাশেমের শরীরের একপাশ পুড়ে গেছে, পুরো শরীর কালো হয়ে গেছে। আর ইলিয়াসের মুখমণ্ডল জ্বলে গেছে বলে জানিয়েছে পুলিশ।

বটতলী ইউনিয়নের ৯ নম্বর পশ্চিম বরৈয়া ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রহিম জানান, ‘নিহত দুজন পেশায় নির্মাণ শ্রমিক। তারা রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ইউনিয়নের গোদারপাড়া সেতুর কাছে একটি দোকানে বসে তাদের চা খেতে দেখেন স্থানীয়রা। এরপর তারা বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝ দিয়ে তৈরি কাঁচা সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার পর থেকে পরিবারের সদস্যরা তাদের মোবাইল বন্ধ পেয়ে খোঁজাখুজি শুরু করে। ভোররাতের দিকে ওই রাস্তায় গিয়ে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনের লাশ রাস্তায়, আরেকজনের লাশ জমির সামান্য উপরে রাস্তার ধারে পড়ে আছে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, দুজন রাজমিস্ত্রি কাজ শেষে বাড়ি ফেরার পথে তুমুল বৃষ্টির মধ্যে পড়েছিল। বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করেছি।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm