s alam cement
আক্রান্ত
৪৯৫৪৫
সুস্থ
৩৬১৮৬
মৃত্যু
৫০৮

বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের, আহত ৪ জন হাসপাতালে

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ওমর ফারুক রিফাত (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার ১০ নম্বর পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় একজন প্রান্তিক কৃষক ছিলেন।

আহতরা হলেন- একই ইউনিয়নের কালা সোনার ছেলে মো. শরিফ উদ্দিন (১৭), ফরিদ উদ্দিনের প্রবাস ফেরত ছেলে মো. রুকন উদ্দিন (২৫), রাজা মিয়ার ছেলে নুরু মিয়া (১৯) ও তাজুল ইসলামের ছেলে মো. ওয়াজেদ (১৯)। আহতদের মধ্যে শরিফ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

স্থানীয়রা জানান, বিকাল ৫টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর কালবৈশাখীর বৃষ্টির সাথে শুরু হয় প্রচন্ড মেঘের গর্জন। এসময় ফারুকসহ অন্যরা ধান কাটা বন্ধ করে দৌঁড়ে পাশের একটি আম গাছের নিচে আশ্রয় নেয়। পরে মেঘের তীব্র গর্জনের সাথে বজ্রপাত ঘটলে ফারুক ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে এবং অন্যরা আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ফারুককে মৃত্যু ঘোষণা করেন। বাকি আহতদের হাসপাতাল চিকিৎসা চলছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি বলেন, বজ্রপাতে ওমর ফারুক রিফাত নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে বলে জেনেছি।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm