s alam cement
আক্রান্ত
৪৯৫৪৫
সুস্থ
৩৬১৮৬
মৃত্যু
৫০৮

বিত্তবানদের বিত্ত-বৈভবে গরীবের ‘হক’ আছে- আ জ ম নাছির উদ্দিন

0

বিত্তবান তাদের বিত্ত-বৈভবের ভান্ডারের উপর গরীবের হক রয়েছে এবং তা আল্লাহ নির্ধারিত করেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রামের আন্দরকিল্লা রাসেল স্মৃতি সংসদ আয়োজিত দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সংগঠনটির পক্ষ থেকে ২০০ জন মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আ জ ম নাছির উদ্দিন এ সময় বলেন, ‘রমজান মাসে সামর্থ্যবানদের আয় ও সম্পদ থেকে অস্বচ্ছল পরিবারকে ফিৎরা ও জাকাত প্রদানের ধর্মীয় বিধান রয়েছে। এটাই ইসলামের মূল ও প্রতিপাদ্য। এ বিধান মেনে চলে ধনী-দরিদ্রের বৈষম্য থাকবে না, রাষ্ট্র ও সমাজের সার্বিক উন্নতি ত্বরান্বিত হবে।’

জাবেদুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সমাজ সেবক বাদল মিয়া, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজিত দাশ, আবু তাহের, এসএম মামুনুর রশিদ, আনিসুর রহমান, মহানগর ছাত্রলীগ নেতা মিথুন মল্লিক, ওয়াহিদ রাসেল, হারুনুর রশীদ সানি, ইসমাঈল আজাদ চৌধুরী, ইফতেখা আলম, পোলম দেব, কাজি রবিউল ইসলাম ফাহাদ প্রমুখ।

এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm