s alam cement
আক্রান্ত
৯৯৪৮৬
সুস্থ
৭১৪৬৪
মৃত্যু
১২৩২

শ্বশুরবাড়ি বেড়াতে এসে বজ্রপাতে ২ রোহিঙ্গার মৃত্যু

0

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কক্সবাজারের উখিয়ায় বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এতে আরো তিনজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ১ টায় উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১৭ এর এইচ/১০৪ সাব ব্লকে মোহাম্মদ সালামের বসতঘরে এই ঘটনা ঘটে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ১৪ এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ক্যাম্প ৮ এর মো. হারেস ও ক্যাস্প ২ এর ওয়েস্ট, ব্লক ডি/৪ এর নাজমুল হাসান। তারা দুজনে সম্পর্কে ভায়রা। আহতরা হলেন, ক্যাম্প ১৭ এর মো. হাকিমের ছেলে মো. সালাম (৩৫) ও তার দুই মেয়ে। তারা কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ক্যাম্প ১৭ ব্লক এইচ ১০৪ মাঝি জাফর বলেন, সালামের দুই মেয়ে তাদের স্বামীকে নিয়ে বাপের শেডে বেড়াতে আসে। রাতের বজ্রপাতে দুই মেয়ের জামাই মারা যায়।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm