s alam cement
আক্রান্ত
৫৩২৫১
সুস্থ
৪০০০১
মৃত্যু
৬১৪

বাংলাদেশে ভ্যাটের নিবন্ধন নিল গুগল—অ্যামাজন

0

আয়ের ১৫ শতাংশ ভ্যাট দেয়ার শর্তে বাংলাদেশের নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠান হিসেবে গত সপ্তাহে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে টেক জায়ান্ট গুগল ও আমাজন।

প্রতিষ্ঠানগুলো এখন দেশ থেকে উপার্জিত আয়ের ১৫ শতাংশ ভ্যাট দেবে।

২৩ মে গুগল এবং ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন পেয়েছে। এর আগে, এই দুটি প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে তাদের ভ্যাট প্রদান করতো।

উভয় প্রতিষ্ঠানই অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বিআইএন পেয়েছে। দেশে তাদের পক্ষে ভ্যাট পরামর্শক হিসেবে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ কাজ করবে।

প্রতিষ্ঠানটি গুগল ও আমাজনের পক্ষে ভ্যাট রিটার্ন দাখিল তৈরিসহ ভ্যাট কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ রক্ষায় সহায়তা করবে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm