s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

বাঙ্গালি জাতিকে উন্নত করতে হলে শিক্ষার বিকল্প নেই—চসিক মেয়র

0

‘শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা গেলে জাতি উন্নয়ন ও সম্মৃদ্ধি করা সম্ভব। এ কারণে তখনকার দিনে মহৎ ব্যক্তিরা অন্য সেবার চাইতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ব্যাপারে মনোযোগী ছিলেন।’ কথাগুলো বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

শনিবার (৫ জুন) নগরীর চাদগাঁও টেক পাড়ায় হাজী ফুল মিয়া কর্তৃক প্রায় ৪৮ শতক জায়গায় বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করার আগ্রহ প্রকাশ করলে সে জায়গা পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য ভূমিদান করতে আগ্রহী ফুল মিয়ার জায়গাটি পরিদর্শন করলাম। নাল জমির উপর বিদ্যালয় স্থাপনের অবকাঠামো নির্মাণ বিশাল অর্থ ব্যয়ের ব্যাপার। এলাকার মানুষ শিক্ষা প্রতিষ্ঠান করার এ মহৎ উদ্দেশ্যে এগিয়ে আসলে এ কাজ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।’

এসময় মেয়রের সাথে ৫ নম্বর মোহরা ওয়ার্ড কাউন্সিলর মো. কাজী নুরুল আমীন, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, হাজী ফুল মিয়ার বড় ছেলে ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএস/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm