s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

বাজারে প্রবেশের আগে মাপা হবে শরীরের তাপমাত্রা, দূরত্ব রক্ষায় আঁকা হলো বৃত্ত

0

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় কর্ণফুলী সিডিএ মার্কেটে উদ্বোধন করা হয়েছে ‘করোনা ভাইরাস প্রতিরোধে বাজার ব্যবস্থাপনা কার্যক্রম’। এ ব্যবস্থাপনায় বাজারে প্রবেশের আগে শরীরের তাপমাত্রা মাপা, মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব রক্ষায় বৃত্ত আঁকা সহ স্বাস্থ্যবিধি রক্ষায় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় মো. আব্দুল ওয়ারীশ বলেন, করোনা সংক্রমণ থেকে বাঁচতে হলে আমাদের মাস্ক, সামাজিক দূরত্ব রক্ষা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কাঁচা বাজারে মানুষের ভিড়ের কারণে করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। তাই আমাদেরকে কাঁচা বাজারে আসলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, করোনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাঁচাবাজার। তাই কাঁচাবাজারকে সুরক্ষিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে করোনা প্রতিরোধের সম্ভাব্য সবগুলো সতর্কতামূলক ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতে পুরো বাজারে বৃত্ত অঙ্কন, মাস্ক পরিধান বাধ্যতামূলক, তাপমাত্রা মেপে বাজারে প্রবেশ করানোর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অসুস্থ লোকদের বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে সিএমপির সহকারী কমিশনার শ্রীমা চাকমা, কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সি. সহ- সভাপতি এ কে এম হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাহেদ, যুগ্ন সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিএম/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm