s alam cement
আক্রান্ত
৭৬৩২৬
সুস্থ
৫৪১৬১
মৃত্যু
৮৯৭

বায়েজিদে ধরা ইয়াবার দুই কারবারি, হামকা ছেড়ে নতুন গ্রুপ

0

চট্টগ্রামের বায়োজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড় থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে অক্সিজেন মোড়ের লোহারপুল থেকে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃতরা হলেন, আল আমিন (৩২) ও তাজুল ইসলাম (৩৮)। এ সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের মোট ১ হাজাত ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এদের মধ্যে আল আমিনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে ১৭ টি মামলা ও তাজুল ইসলামের বিরুদ্ধে ৯ টি মামলা চলমান রয়েছে।

বায়োজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘যে দুজনকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে আল আমিন হামকা গ্রুপের সদস্য ও শীর্ষ মাদক ব্যবসায়ী। এক সময় তার গ্রুপের বিভিন্ন সদস্যদের দিয়ে কক্সবাজার এলাকা হতে ইয়াবা এনে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বিক্রি করতো। ধীরে ধীরে সে আমিন কলোনী, আলী নগর, রুবি গেইট, টেক্সটাইলসহ আশপাশের এলাকায় ছিনতাই কার্যক্রম শুরু করে। সে হামকা গ্রুপ ছেড়ে নিজেই একটি ছিনতাই গ্রুপ সৃষ্টি করে।’

তিনি আরও বলেন, ‘তাজুল ইসলামও একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে শহীদনগর, ওয়াজেদিয়া, নয়ারহাট, বালুছড়াসহ আশপাশ এলাকায় ব্যাপক পরিসরে মাদক ব্যবসা পরিচালনা করে। আল আমিন ও তাজুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, ডাকাতিসহ নারী ও শিশু নির্যাতন মামলা আছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।’

এআরটি/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm