s alam cement
আক্রান্ত
৭৬৩২৬
সুস্থ
৫৪১৬১
মৃত্যু
৮৯৭

৮০ লাখ টাকার ইয়াবাসহ আটক তিন মাদক ব্যবসায়ী

বাকলিয়ায় র‌্যাবের অভিযান

0

প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের সাড়ে ছাব্বিশ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। শনিবার (২৪ জুলাই) মধ্যরাতে চট্টগ্রামের বাকলিয়া থানার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মো. আলম, মোশারফ এবং সেনোয়ারা। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, মাদক বিক্রির উদ্দেশ্যে তিন মাদক কারবারি বাকলিয়া থানার রাজবাড়ি কনভেনশন সেন্টারে সামনে অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ২৬ হাজার ৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, আটককৃতদের মধ্যে মো. আলম আনোয়ারা উপজেলার বুরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে এবং মোশারফ একই এলাকার মৃত ইমাম শরীফের ছেলে এবং আটক সেনোয়ারা একই এলাকার নবী হোসেনের মেয়ে।

বিএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm