s alam cement
আক্রান্ত
৬৯৩৫৭
সুস্থ
৫১৬২০
মৃত্যু
৮১৯

বায়েজিদ রোডে গুলিতে গরুবাহী ট্রাকচালককে হত্যা

0

চট্টগ্রামের বায়োজিদ লিংক রোডে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় কোরবানির গরুবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। একটি পিক আপ থেকে ট্রাক থামানোর সংকেত দেওয়ার পরও ট্রাক চালিয়ে নেওয়ার চেষ্টা করায় পিক আপ থেকে গুলি ছোড়া হয় বলে জানিয়েছে ট্রাক চালকের সহকারী।

শুক্রবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে ফৌজদারহাট-বায়োজিদ লিংক রোডের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকার কাছেই এই ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম মো. আবদুল (৩৫)। তিনি যশোরের চৌগাছি থানার চন্দ্রা গ্রামের বসির মিয়ার ছেলে।

তবে গরুবাহী ট্রাকে গুলি করে চালককে হত্যা করলেও, গরু না নিয়েই ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা। ওই ট্রাকে ৪টি গরু ছিল। গরুগুলো মাগুরা থেকে চট্টগ্রামের বিবিরহাট বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মাগুরা থেকে ট্রাকে করে ১৭টি গরু নেওয়া হচ্ছিল বিবিরহাট বাজারে। নোয়াখালী পর্যন্ত আসার পর একটি গরু অসুস্থ হয়ে গেলে তারা আরেকটি ট্রাক ভাড়া করে সেখানে ৪টি গরু তুলে দেয়। আবদুল নোয়াখালী থেকে এই গরুগুলো বিবিরহাট বাজারে নিয়ে যাচ্ছিলেন।’

ঘটনার বর্ণনা দিয়ে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘বায়োজিদ লিংক রোডে একটা পিক আপ থেকে ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হয় বলে জানিয়েছে ট্রাকটির চালকের সহকারী। চালক ট্রাকটি না থামানোয় পিকআপটি ট্রাককে ওভারটেক করে বওসামনে গিয়ে ট্রাক চালককে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করেই তারা পালিয়ে যায়। পরে সহকারী ৯৯৯ এ কল করলে আমরা ঘটনাস্থলে টিম পাঠাই। লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Din Mohammed Convention Hall

তবে চালককে গুলি করে হত্যা করলেও ট্রাকে থাকা গরুগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেনি হত্যাকারীরা- জানিয়েছেন ইন্সপেক্টর সুমন বণিক।

এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘চালকের সহকারী চালকের আত্মীয়ও। সে বাদী হয়ে একটা মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।’

এআরটি/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm