বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন বিএম কন্টেইনার ডিপোর মহাব্যবস্থাপক নাজমুল আক্তার খান, উপমহাব্যবস্থাপক (অপারেশন) নুরুল আক্তার খান, ব্যবস্থাপক (প্রশাসন) খালেদুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উল্লাহ, জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) নাছির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আবদুল আজিজ, ডিপোর শেডের ইনচার্জ সাইফুল ইসলাম ও সহকারী ডিপো ইনচার্জ নজরুল ইসলাম।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বুধবার (৮ জুন) দুপুর তিনটার দিকে চট্টগ্রাম প্রতিদিনকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এজাহাতে দুর্ঘটনায় অবহেলার অভিযোগ আনা হয়েছে।’

প্রসঙ্গত, গত শনিবার রাত ৯টার দিকে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ডিপোর কিছু কন্টেইনারে থাকা রাসায়নিক পদার্থ থাকায় বিস্ফোরণ ঘটে।

Yakub Group

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm