বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

0

বোয়ালখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বরুণ চৌধুরী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলার কালাইয়ার হাট (কানুনগোপাড়া টু পটিয়া সড়ক) আলফালা জামে মসজিদ সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বরুণ চৌধুরী (৫৫) পটিয়া ধলঘাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফোরম্যান বাড়ির যোগেন্দ্র লাল চৌধুরীর ছেলে।

তিনি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন ফিটকো ফার্নিচার কমপ্লেক্স চট্টগ্রামের ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। তার দুই ছেলেমেয়ে রয়েছে।

জানা যায়, প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন বরুণ চৌধুরী। এ সময় পটিয়াগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। এ ঘটনায় মারা যান তিনি।

Yakub Group

বোয়ালখালী থানা পুলিশ জানায়, নিহত বরুণ চৌধুরীর স্ত্রী হিমু চৌধুরীর আবেদন প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে দেওয়া হয়। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হলেও অপর গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm