ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে সমর্থকের মৃত্যু কক্সবাজারে

কক্সবাজারে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের তারাবনিয়াছড়ায় এই ঘটনা ঘটে।

নিহত মুসা (১৬) কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহাবুদ্দীন সিকদার। তিনি জানান, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পতাকা কিনে আনে মুসা। বিকালে পরিবারের সবাই ঘুমালে মুসা পতাকা টাঙাতে গিয়ে তিনতলার ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm