মহেশখালীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

কক্সবাজারের মহেশখালীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন কহিনূর আক্তার নামের এক গৃহবধূ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

কহিনূর আক্তার মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদারপাড়া এলাকার সৌদি প্রবাসী মো. ওমর ফারুকের স্ত্রী।

চিকিৎসকরা জানান, কহিনূর আক্তার সুস্থ রয়েছে এবং নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।

চার নবজাতকের বাবা সৌদিপ্রবাসী ওমর ফারুক মুঠোফোনে বলেন, চিকিৎসকরা আমার স্ত্রীকে সবসময় চেকআপের মধ্যে রেখেছেন। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ এবং যারা আমার সন্তান জন্ম নেওয়ার পর বিভিন্নভাবে দোয়া চেয়েছেন তাদেরও ধন্যবাদ। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেনো সুস্থভাবে বেড়ে ওঠে।

Yakub Group

অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. রোকসানা বেগম স্বপ্না বলেন, ‘আমার তত্ত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm