s alam cement
আক্রান্ত
৫৪৮০৭
সুস্থ
৪৬১৯১
মৃত্যু
৬৪২

মাছের ঘেরে বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের

0

কক্সবাজারের পেকুয়ায় মাছের ঘেরের বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ জুন) রাত ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বটতলীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। মাছের ঘেরের মালিক স্থানীয় খামারি সাজ্জাদ উদ্দিন। তার মাছের ঘেরের পাশে মুরগি ও গরুর খামার রয়েছে।

নিহত দুজন হলেন- উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বত আলী পাড়ার বাসিন্দা নাজেম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (১৩) ও একই ইউনিয়নের উত্তর সুন্দরী পাড়ার বাসিন্দা মো. ইউনুসের ছেলে মো. তোহা (১৪)। নিহত কিশোর তোহা মাছের ঘেরের কর্মচারী ও শহিদুল মুরগির খামারের কর্মচারী ছিলেন।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হক সাদ্দাম বলেন, রাতে মাছের ঘেরের কর্মচারী মো. তোহা তার সহকর্মী শহিদুল ইসলামকে সাথে নিয়ে ঘেরের উত্তর পাড়ে বাতি লাগাতে যায়। বাতির খুটির নীচে পড়ে থাকা তারের সঙ্গে একটি লোহার রডে বিদ্যুায়িত হয়। কর্মচারী তোহা ওই রডের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন তার সাথে থাকা অপর কর্মচারী শহিদুল তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘন্টাখানেক পরে ঘেরের অন্য কর্মচারীরা তাদের খুঁজতে গিয়ে মরদেহ দুটি দেখতে পায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। তাদের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm