s alam cement
আক্রান্ত
৪৪৮৬০
সুস্থ
৩৪৮৩০
মৃত্যু
৪৩০

মাজারের দেয়াল ধসে রঙমিস্ত্রির মৃত্যু মুহূর্তেই

0

মাজার ভবনের ভাঙা অংশের দেয়াল ধসে মারা গেছেন নূরুল আলম (৪৫) নামে এক রংমিস্ত্রি। নূরুল আলমের বাসা নগরীর খুলশী থানাধীন মতিঝর্ণা মাছবাজার এলাকায়।

১২ এপ্রিল (সোমবার) সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নূরুল আলম আগ্রাবাদে কাজে যাচ্ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলাউদ্দিন আলী জানান, ‘নগরীর চৌমুহনিস্থ শেখ মুজিব রোডের পাশে মৌলভী ফকির শাহ মাজার ভবনের ভাঙা দেয়াল নূরুল আলমের গায়ে এসে পড়ে। এতে মাথায় আঘাত পান নূরুল আলম।’

সোমবার সকাল ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান আলাউদ্দিন আলী।

আইএমই/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm