s alam cement
আক্রান্ত
৯৭৬৭০
সুস্থ
৬৫৯৭৫
মৃত্যু
১১৯৩

মাঝরাতের হালিশহরে ট্রাকের ধাক্কায় বাইকচালকের মৃত্যু ঘটনাস্থলেই

0

শখের বাইক নিয়ে রাতের বেলা বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলেন যুবকটি। কিন্তু বাড়ি আর ফেরা হল না তার। পথেই ট্রাকের এক ধাক্কায় মৃত্যু হল তার।

সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর হালিশহরের টোল রোডে। মারা যাওয়া ওই যুবকের নাম সাব্বির হোসেন সৈকত (৩১)।

তিনি হালিশহর আই-ব্লকের দুই নম্বর লেনের শাখাওয়াত হোসেনের ছেলে। একটি এনজিওতে কর্মরত ছিলেন সৈকত।

সৈকতের বন্ধু এসএম তাফসির বলেন, দুটি মোটরসাইকেল করে বন্ধুরা ঘুরতে বেরিয়েছিলেন। তারা হালিশহরের টোল রোড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সৈকতের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এ সময় বেঁচে আছে মনে করে রক্তাক্ত অবস্থায় সৈকতকে বন্ধু ও স্থানীয়রা মিলে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছার পর চমেকের চিকিৎসকরা সৈকতকে মৃত ঘোষণা করেন।

ওদিকে ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। নিহত যুবক সৈকদের লাশ হাসপাতালে রয়েছে।

Din Mohammed Convention Hall

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm