চট্টগ্রাম নগরীর জামালখানে ওয়ার্ড কমিশনার কার্যালয়ে লাগা আগুনে চতুর্থ তলায় একটি টিনশেড ঘর এবং তৃতীয় তলার আংশিক আগুনে পুড়ে গেছে। ওয়ার্ড কমিশনার কার্যালয়ের বিপুলসংখ্যক ফাইল এ সময় পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুনে অফিসের ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানালেও ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রের দেওয়া তথ্য অনুসারে, জামালখানে ওয়ার্ড কমিশনার কার্যালয়ের চতুর্থ তলার টিনশেড বাথরুম থেকে বৈদ্যুতিক শর্টসাকিটের ঘটনা ঘটতে পারে।
জেএস/সিপি