s alam cement
আক্রান্ত
৫৩২৫১
সুস্থ
৪০০০১
মৃত্যু
৬১৪

মাথা ঘুরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাবানা

0

মাথা ঘুরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পোশাক কর্মী শাবানা (২৪)। সোমবার (৩১ মে) রাত ৮টায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় জাহিদ কলোনিতে এ ঘটনা ঘটে।

শাবানার স্বামীর নাম মো. শামিম। স্বামীর সাথে তার সম্পর্ক নেই। চাকুরি করেন আজিম গ্রুপে। তার ২ বছরের একটি ছেলে রয়েছে। একাই ছেলেকে নিয়ে জাহিদ কলোনিতে ভাড়া বাসায় থাকতেন শাবানা।

শাবানার প্রতিবেশি নূর নাহার জানান, প্রতিদিনের মত আজও গার্মেন্টসে গিয়েছিলেন শাবানা। বাসায় এসে আমাকে বলে আমার শরীর খারাপ লাগছে। জানায় তার মাথা ঘুরছে। শরীরে কাঁপছে। এ বলেই মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায় শাবানা। পরে আমরা হাসপাতালে নিয়ে যাই।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপুলিশ পরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, পৌনে নয়টার দিকে অজ্ঞান অবস্থায় গার্মেন্টস কর্মীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে আধাঘন্টা আগেই মারা গেছেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানায় শীরাব্রত।

আইএমই/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm