s alam cement
আক্রান্ত
৫৩২৫১
সুস্থ
৪০০০১
মৃত্যু
৬১৪

আধিপত্য নিয়ে গোলাগুলিতে প্রাণ গেল দুই সন্ত্রাসীর

1

কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া সিকদার বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

নিহত দুজন হলো- শহরের রুমালিয়ারছড়া বাচা মিয়ার ঘোনা এলাকার রায়হানুল ইসলাম (২৬) ও টেকপাড়া চৌমুহনি এলাকার শাহেদ (২২)।

সোমবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

জানা যায়, শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার শীর্ষ সন্ত্রাসি রায়হান বাহিনীর সঙ্গে বিডিআর ক্যাম্প এলাকার আশু বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে সোমবার বিকেলে দুই বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত দুজনের মধ্যে শাহেদ ও রায়হান বাহিনীর প্রধান রায়হানও মারা গেছে। রায়হানের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া আশু আলীর বিরুদ্ধে এক ডজনের ওপর মামলা রয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর উল গীয়াস দুজন নিহতের কথা স্বীকার করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

1 মন্তব্য
  1. Rashel বলেছেন

    এমন আশীর্বাদ স্বরূপ গোলাগুলিই প্রয়োজন অন্তত ২/১জন সন্ত্রাসী মারা যাবে।
    আমিন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm