চট্টগ্রামের লোহাগাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মিনিট্রাক থেকে ৪ হাজার ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।
আটক ইয়াবা কারবারি হলো- মো. আলমগীর (৩২)। সে ঢাকা দোহার থানার চর লটাখোলার এলাকার মো. লাল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানা পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল ইসলাম।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিনিট্রাকে তল্লাশি চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি মো. আলমগীরকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসএ