চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত অবস্থায় একটি বাসে হঠাৎ আগুন ধরে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় মিরসরাই উপজেলার নিজামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-বারইয়ারহাট যাত্রীবাহী (উত্তরা) পরিবহনে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুন ধরে যায়। তখন বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়ে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, চট্টগ্রাম-বারইয়ারহাট যাত্রীবাহী (উত্তরা) পরিবহনে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুন লেগে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এতে কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি কুমিরা হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কেএস