ঢাকার গুলশানে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হুইপপুত্র শারুন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার আবেদন স্থগিত করে দিয়েছে আদালত।
রোববার (২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মুনিয়ার ভাই আশিকুর রহমান বাদি হয়ে এ মামলার আবেদন করা হয়েছিল।
যদিও মুনিয়ার বড় বোন নুসরাত ঢাকায় এক মানববন্ধনে দাবি করেছেন, বসুন্ধরা গ্রুপের ‘টাকা খেয়ে’ মুল ঘটনা আড়াল করতে আশিকুর শারুনের বিরুদ্ধে মামলার চেষ্টা করেছেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, মুনিয়ার ভাই আশিকুর রহমানের দায়ের করা পিটিশন আদালত স্থগিত করে দিয়েছেন। আদালত উল্লেখ করেছেন, ‘আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে’ গুলশান থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই হত্যা মামলার আবেদন স্থগিত থাকবে।
এর আগে গত ২৬ এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে দায়ী করে ৩০৬ ধারায় গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।