s alam cement
আক্রান্ত
৪৫৭০৮
সুস্থ
৩৪৯৫২
মৃত্যু
৪৩৭

রমজানে ‘ফ্রি ইফতার এন্ড সেহেরি শপ’ খুলল পুলিশ

0

রমজানে নিম্ন আয়ের মানুষ ও হাসপাতালের রোগীর স্বজনদের জন্য ব্যতিক্রমী এক দোকান চালু করেছে পুলিশ। ‘ফ্রি ইফতার এন্ড সেহেরি শপ’ নামের এই দোকানের ইফতার ও সেহেরির জন্য কোন টাকা দিতে হয় না। বিনামূল্যে মিলবে ইফতার ও সেহেরি।

চট্টগ্রামের ডবলমুরিং থানার উদ্যোগে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে মাসব্যাপী এ দোকান চলবে।

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে এই দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ।

এ সময় তিনি বলেন, ‘রোজায় হাসপাতালে রোগীর সাথে থাকা স্বজনরা ইফতার ও সেহেরির জন্য কষ্ট পান। আবার লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষেরও কিছুটা কষ্ট হচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘবের চেষ্টা এই উদ্যোগ। আমরা চাই আমাদের এই উদ্যোগে অন্যরাও উৎসাহিত হোক, এগিয়ে আসুক।’

নগরীর ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, দুই পর্যায়ে কাজ করবে এই ‘ফ্রি ইফতার এন্ড সেহেরি শপ’। প্রথম পর্যায়ে তৈরি ইফতার ও সেহেরি বিতরণ করা হচ্ছে। একই সময়ে দ্বিতীয় পর্যায়েরও প্রস্তুতি চলছে। এই পর্যায়ে ইফতার ও সেহেরি সামগ্রী বিনামূল্যে প্রদান করবে এই শপ। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন ৩০০ মানুষের ইফতার ও সেহেরির ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী এটা আরও বাড়ানো হবে। ডবলমুরিং থানার এই উদ্যোগে অর্থায়ন করছে থানার কর্মকর্তারাই। তবে অন্য যে কেউ চাইলেই মাসব্যাপী এই উদ্যোগে অন্তর্ভুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন ওসি মহসীন।

Din Mohammed Convention Hall

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) পলাশ কান্তি নাথ, সহকারি কমিশনার শ্রীমা চাকমা, মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মো. মোরশেদ হোসেন, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএ/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm