s alam cement
আক্রান্ত
৯৭৩৫২
সুস্থ
৬৪৬০৫
মৃত্যু
১১৮৩

রাতে লালখানবাজারে বৃদ্ধ খুন, মাদক কারবারি দুই পরিবারের দ্বন্দ্বের জের

0

চট্টগ্রাম নগরীর লালখানবাজারে মাদক ব্যবসায়ী দুই পরিবারের মধ্যকার মারামারিতে ৬৫ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

২২ আগস্ট (রোববার) রাত আনুমানিক ১১টায় লালখানবাজারের মতিঝর্ণা ৫ নম্বর লেনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

নিহত ওই বৃদ্ধের নাম আব্দুল মালেক (৬৫)।

জানা যায়, রোববার রাত ১১টায় পুলিশের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী হোসেন আরা ও আলাউদ্দিনের পরিবারের মধ্যে মারামরির ঘটনা ঘটে। মাদকব্যবসায়ী হোসনে আরার বাবা আবদুল মালেক মারামারি থামাতে এগিয়ে আসেন। এ সময় আলাউদ্দিনের পরিবারের এক ব্যক্তি (জাহেদার স্বামী) কিল-ঘুষি মারতে থাকেন আব্দুল মালেককে।

মারধরের একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল মালেক। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আশিক বলেন, লালখানবাজার এলাকায় দুপক্ষের মারামারি থামাতে গিয়ে আবদুল মালেক নামে একজন মারা গেছেন। নিহতের লাশ বর্তমানে চমেক হাসপাতাল মর্গে রয়েছে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm