s alam cement
আক্রান্ত
৫৫৪৬৬
সুস্থ
৪৭৪৩৮
মৃত্যু
৬৫০

রিকশাকে ধাক্কা দিয়ে পালাচ্ছিল বাসটি, চাপা পড়ে প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার স্টিল মিলস বাজার এলাকায় বাস চাপায় নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে সাইলো রোডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর জনতা চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুৃলিশ জানায়, দুপুরে সাইলো খাল পাড় রোড়ে দ্রুতগামী হলুদ রঙের বাসটি নম্বর (চট্টমেট্টো জ, ১১-০৪৬৫) একটি রিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর সময় সাইলো রোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। আহত একজনকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ঘটনাস্থল থেকে তিনজনকে চমেক হাসপাতালে আনা হয়েছে উল্লেখ করে পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, বাস চাপায় ৩ জন মারা গেছেন।

এএস/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm