s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

লবণের গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

0

লবণ রাখার গর্তে পড়ে কক্সবাজারের পেকুয়ায় মো. শামীম (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু একই এলাকার মো. রানার ছেলে।

মৃত শিশুর চাচা মো. বেলাল উদ্দিন বলেন, ‘আমাদের বাড়ির পাশে লবণ চাষের জমি রয়েছে। ওইসব জমিতে উৎপাদিত লবণ রাখার জন্য একাধিক গর্ত করেছে লবণ চাষীরা। বৃষ্টির কারণে ওই গর্ত গুলো পানিতে পূর্ণ। শামিম খেলতে গিয়ে ওরকম একটি গর্তে পড়ে যায়। পরে মৃত অবস্থায় তাকে গর্তে পাওয়া যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, ‘লবণ মাঠের গর্তে পড়ে শিশু মারা যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক।’

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm